ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের স্যাটেলাইট সুবিধা দেওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীনা কোম্পানি চ্যাং গুয়াং স্যাটেলাইট টেকনোলজি। মার্কিন অভিযোগ, কোম্পানিটি হুতিদের গোয়েন্দা তথ্য সরবরাহ করে তাদের সমর্থন করছে।
শনিবার (১৯ এপ্রিল) চীন সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি।
ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, চ্যাং গুয়াং স্যাটেলাইট টেকনোলজি ‘লোহিত সাগরে মার্কিন এবং আন্তর্জাতিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য স্যাটেলাইট চিত্র সরবরাহ করে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সরাসরি সহায়তা করছে।
অভিযোগের প্রতিক্রিয়ায় অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীনা স্যাটেলাইট কোম্পানিটি। মার্কিন দাবিগুলোকে ‘সম্পূর্ণ বানোয়াট ও বিদ্বেষপূর্ণ অপবাদ’ বলে অভিহিত করে বলেছে, ইরান বা হুতি বাহিনীর সঙ্গে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।
সংস্থাটি বলেছে, ‘আমাদের বিশ্বব্যাপী কার্যক্রম রয়েছে। চীন ও আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক আইন, নিয়মকানুন এবং শিল্পমান কঠোরভাবে আমরা মেনে চলি। একটি পরিপক্ব ব্যবসায়িক মডেল ও উচ্চমানের পরিষেবাসহ বিশ্বব্যাপী রিমোট সেন্সিং শিল্পের অগ্রগতিতে চীনা দক্ষতা এবং সমাধান অবদান রাখতেও প্রতিশ্রুতিবদ্ধ।’
এদিকে, মার্কিন অভিযোগের জবাবে আগেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছিলেন, লোহিত সাগরে ‘উত্তেজনা কমাতে চীন ইতিবাচক ভূমিকা পালন করছে’।
গাজা উপত্যকায় সাহায্য প্রবেশের ওপর ইসরায়েলের অবরোধের কথা উল্লেখ করে হুতিরা আঞ্চলিক জাহাজ চলাচলের ওপর পুনরায় আক্রমণ শুরু করার হুমকি দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করে। গাজার সঙ্গে সংহতি প্রকাশ করে ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হুতিরা ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা মার্কিন যুদ্ধজাহাজকেও লক্ষ্যবস্তু করে আক্রমণ চালিয়েছে।
আপনার মতামত লিখুন :