ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ায় নিহত ৫৬

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৯:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। এর আগে এ ঘটনায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে ৫৬ জনে দ্বারায়। শনিবার (১৯ এপ্রিল) ‘বেনু’ রাজ্যের গভর্নরের কার্যালয় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদমধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়,  জমি ব্যবহার নিয়ে  গবাদি পশুপালক এবং কৃষকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এর আগে গভর্নর হায়াসিন্থ আলিয়া ‘উকুম’ এবং ‘লোগো’র স্থানীয়  এলাকায় ‘সন্দেহভাজন রাখালদের’ উপর এ হামলার জন্য দায়ী করেছিলেন।

অনেক রাখাল মুসলিম ফুলানি জাতিগত এবং অনেক কৃষক খ্রিস্টান হওয়ায় নাইজেরিয়ার তথাকথিতদের মধ্যে বেল্টে আক্রমণগুলো প্রায়শই ধর্মীয় বা জাতিগতভাবে ঘটে থাকে। এই মাসের শুরুতেও পার্শ্ববর্তী মালভূমি রাজ্যে অজ্ঞাত বন্দুকধারীদের দুটি হামলায় ১০০ জনেরও বেশি নিহত হয়েছে।

গভর্নর হায়াসিন্থ আলিয়া ঘটনাস্থল পরিদর্শন করার পর তথ্য উপদেষ্টা সলোমন ইওরপেভ এএফপিকে বলেন, ‘শেষ গণনা অনুসারে বন্দুকধারীদের হামলায় মৃতের সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে।’ 

তিনি আরও বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত এই হামলা চালানো হয়।