সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১০:২৫ পিএম

৪ প্রেমিক নিয়ে খুনের ‘ছক’ স্ত্রীর, আতঙ্কে থানায় স্বামী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১০:২৫ পিএম

৪ প্রেমিক নিয়ে খুনের ‘ছক’ স্ত্রীর, আতঙ্কে থানায় স্বামী

গৌরব শর্মা । ছবি: সংগৃহীত

স্ত্রীর হাতে স্বামী খুন- এমন শিরোনাম হরহামেশাই হচ্ছে। তবে এবার খুন হওয়ার আশঙ্কায় পুলিশের দারস্থ হয়েছেন এক ব্যক্তি। তার আশঙ্কা, চার প্রেমিকের সঙ্গে মিলে স্ত্রী তাকে হত্যা করবেন। এমন অভিযোগে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের মিরাট থানার পুশিলউত্তর।

ওই ব্যক্তির নাম গৌরব শর্মা বলে জানা গেছে। ২০১২ সালে রিতাংশী নামে এক যুবতীর সঙ্গে তার বিয়ে হয়।

গৌরবের অভিযোগ, বিয়েতে কোনো পণ নেননি তিনি। প্রথমে যৌথ পরিবারেই থাকতেন স্বামী-স্ত্রী। কিন্তু বছরের মাথায় রিতাংশীর হাবভাব বদলে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ, ঝগড়া-অশান্তি, বারবার অকারণে বাড়ি থেকে চলে যান। আর এ কারণে রিতাংশীর সঙ্গে আলাদা থাকতে শুরু করেছিলেন গৌরব।

ভেবেছিলেন এবার হয়তো দু’জনের সম্পর্ক ঠিক হবে। কিন্তু উল্টো রিতাংশী আরও উশৃঙ্খল হয়ে ওঠেন। দিন দিন ছেলে বন্ধুর সংখ্যা বাড়তে থাকে। সঙ্গে শুরু হয় মদের নেশা। মাঝেমধ্যেই বাড়ি থেকে চলে যেতেন রিতাংশী।

গৌরবের আরও অভিযোগ, কয়েক দিন পর পর বাড়িতে ছেলে বন্ধুদের ডেকে হই-হুল্লোড় করতেন রিতাংশী। প্রতিবেশীরাও এ নিয়ে অভিযোগ করতেন। তাই তিনি ভাতিজাকে তাদের সঙ্গে থাকার জন্য নিয়ে আসেন। ভাতিজা তাকে জানায়, তার অনুপস্থিতিতে ‘বাজে লোক’রা বাড়িতে আসত। রিতাংশীর সঙ্গে মদ খেত, অশ্লীল কথাবার্তা বলত। এটি জানার জন্য গৌরব স্ত্রীর ফোন ঘাঁটেন।

সেখান থেকে তিনি জানতে পারেন, আশিস ওরফে সানি, রাজ ভর্মা, লাভ চৌহান, কুলদীপ চৌধুরী ওরফে কুক্কি এবং আমান সিং নামে পাঁচজনের সঙ্গে সম্পর্ক রয়েছে রিতাংশীর।

গৌরব জানান, রিতাংশীর কাছে দুটি অবৈধ পিস্তল রয়েছে। যেগুলো তার এক পুরুষ বন্ধুর মালিকানাধীন। বিমার ৪০ লাখ টাকা হাতানোর জন্য প্রেমিকদের সঙ্গে মিলে তাকে খুনের ষড়যন্ত্র করেছেন রিতাংশী। স্ত্রীর ফোন থেকে সমস্ত ভিডিও, স্ক্রিনশট প্রমাণ হিসেবে জোগাড় করে থানায় ছোটেন গৌরব। লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগেই তদন্তে নেমেছে পুলিশ।

Link copied!