ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

জনসংখ্যা বাড়াতে তুরস্কে বিশেষ উদ্যোগ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০২:১২ পিএম
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ছবি: সংগৃহীত

তুরস্কে কমে আসা জন্মহার এবং দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি ঠেকাতে নতুন কর্মসূচি চালু করেছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো- দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা।

নতুন বছরের শুরুতে চালু হওয়া এই কর্মসূচির আওতায় সন্তান নিলে দম্পতিরা পাবেন অর্থনৈতিক সহায়তা।  

প্রথম সন্তান: এককালীন ৫ হাজার তুর্কি লিরা
দ্বিতীয় সন্তান: প্রতি মাসে ১ হাজার ৫০০ লিরা
তৃতীয় সন্তান: প্রতি মাসে ৫ হাজার লিরা, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ হাজার টাকা।

এই সহায়তা শুধু তুরস্কে বসবাসকারী নাগরিকদের জন্যই নয়, বরং বিদেশে অবস্থানরত তুর্কি নাগরিকরাও তাদের নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করে এই ভাতা পেতে পারেন।

তুরস্কে সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ব্যয় বাড়ায় তরুণদের মধ্যে বিয়ে ও পরিবার গঠনের আগ্রহ কমে গেছে। সরকারের মতে, এই আর্থিক সহায়তা যুবসমাজকে পরিবার গঠনে উৎসাহিত করবে এবং ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল জনসংখ্যা কাঠামো গড়ে তুলবে।

এরদোয়ান দীর্ঘদিন ধরেই বড় পরিবার গঠনের পক্ষে সোচ্চার। তিনি মনে করেন, ‘তিন সন্তান নিন, দেশ গড়ুন’- এই নীতি এখন বাস্তবে রূপ নিতে চলেছে।