সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৩:২০ পিএম

ফের ফাঁস ‍‍‘ফাঁসাবার‍‍’ চ্যাটে!

সিগন্যাল কেলেঙ্কারিতে বিপাকে পেন্টাগন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৩:২০ পিএম

সিগন্যাল কেলেঙ্কারিতে বিপাকে পেন্টাগন

আবার সিগন্যাল চ্যাটে তথ্য ফাঁস নিয়ে বিপাকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ছবি: সংগৃহীত

সিগন্যাল চ্যাটে আবারও ফাঁস হয়ে গেল মার্কিন সামরিক গোপন তথ্য। এবার বিতর্কের কেন্দ্রে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইয়েমেনের ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীদের ওপর মার্চ মাসে চালানো মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে তথ্য সিগন্যালের একটি ব্যক্তিগত গ্রুপে শেয়ার করেন হেগসেথ নিজেই- আর সেই গ্রুপে ছিলেন তার স্ত্রী, ভাই এবং আইনজীবী।

দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা। এর আগেও গত মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এক সাংবাদিককে ভুল করে যুক্ত করেন এক সিগন্যাল গ্রুপে, যেখানে সামরিক পরিকল্পনাবিষয়ক বার্তা পাঠান হেগসেথ।

এমন সংবেদনশীল তথ্য টানা দুইবার ভুলভাবে শেয়ার হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে পেন্টাগনে।  

ব্যক্তিগত চ্যাটে গোপন বার্তা!

পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্র বলছে, হেগসেথের স্ত্রী জেনিফার- যিনি ফক্স নিউজের সাবেক সাংবাদিক- বিদেশি প্রতিনিধি দলের সঙ্গেও যোগাযোগ রাখেন। তার সঙ্গে একাধিক বিদেশি রাষ্ট্রদূতের ছবি সরকারি নথিতে রয়েছে। এমন একজনের উপস্থিতিতে সামরিক গোপন পরিকল্পনার বার্তা শেয়ার করা গুরুতর নিরাপত্তা ঝুঁকি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

হেগসেথের ভাই আবার সরাসরি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে কর্মরত। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে- এটা নিছক ‘ভুল’ নাকি অভ্যন্তরীণ অবহেলার বহিঃপ্রকাশ?

ট্রাম্পপন্থিদের সুরক্ষা-বর্ম?

ঘটনাটি নিয়ে মুখ খুলেছে হোয়াইট হাউস এবং পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, ‘গুজব ও অসন্তুষ্ট সাবেক কর্মচারীদের তথ্যের ভিত্তিতে মিডিয়া বাড়াবাড়ি করছে।’

নিজের এক্স হ্যান্ডেলে পারনেল লিখেছেন, ‘ট্রাম্পের অ্যাজেন্ডাকে রক্ষা করতে গিয়ে আমরা অনেক সাফল্য পেয়েছি। মিডিয়া এটাতে খুশি নয়, তাই তারা আমাদের নেতা ও সৈনিকদের ধ্বংস করতে চায়।’

হোয়াইট হাউসের পক্ষ থেকেও একই সুর। মুখপাত্র অ্যানা কেলি বলেন, ‘এই ফাঁসের সঙ্গে যারা জড়িত, তারা ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন। প্রেসিডেন্টের কাজে বাধা দিতেই তারা এখন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।’

বিরোধীদের কড়া প্রতিক্রিয়া

এই ঘটনার পর হেগসেথের পদত্যাগ দাবি করেছে ডেমোক্র্যাটিক শিবির। সিনেটর চাক শুমার বলেন, ‘প্রতিদিন হেগসেথ মানুষের জীবন নিয়ে খেলা করছেন। ট্রাম্পের দুর্বল নেতৃত্ব তাকে রক্ষা করছে।’

ইরাক যুদ্ধে আহত প্রাক্তন সেনা ও বর্তমান সেনেটর ট্যামি ডাকওয়ার্থ বলেন, ‘এই ঘটনার পরেও হেগসেথ যদি পদে থাকেন, তাহলে তা আমাদের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার প্রতীক হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!