ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ইসরায়েলি বর্বরতায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১২:৩৪ পিএম

ইসরায়েলি বর্বরতায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ইসরায়েলি সেনাবাহিনী গাজায় আরও ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানায়, এ হামলায় গাজার বিভিন্ন স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি হামলা থামছে না।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালালে প্রায় ১২০০ ইসরাইলি নিহত হন এবং ২৫০ জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করে নেয় হামাস। এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার উপর হামলা শুরু করে, যা এখনো চলমান। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখেরও বেশি আহত হয়েছেন।

ইসরায়েলি আগ্রাসনের ফলে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ গাজা ছাড়তে বাধ্য হয়েছেন এবং এই অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

আরবি/এফআই

Link copied!