বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ১০:৫৬ এএম

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বর্বরতম হামলায় গাজায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়। এ নিয়ে ভূখণ্ডটিতে মোট প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার। এসময় আহত হয়েছেন আরও ২ শতাধিক।

রয়টার্স জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছে। সোমবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, গাজার বেইত লাহিয়া, শাতি শরণার্থী শিবির, মধ্য গাজার নুসেইরাত ক্যাম্প ও গাজা সিটিতে একযোগে বিমান ও স্থলপথে চালানো হয় অভিযান। শুধু তাই নয়, উত্তরে কামাল আদওয়ান হাসপাতাল ঘিরেও চলছে বড় ধরনের হামলা। ইতোমধ্যে হাসপাতালের জেনারেটর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি ইনটেনসিভ কেয়ার ইউনিটের কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে স্নাইপাররা।

ইসরায়েলের দাবি, হামাসের ঘাঁটিতে নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে তারা। বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে গোষ্ঠীটি বলে অভিযোগ করেছে তেলআবিব।

আরবি/এফআই

Link copied!