ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মার্কিনী হামলায় ইয়েমেনে নিহত ১২

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৬:৫০ পিএম
ছবি: সংগৃহীত

মার্কিন বিমান হামলায় ইয়েমেনে প্রায় ১২ জন নিহতসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন হুতি বিদ্রোহীরা।  

সোমবার (২১ এপ্রিল) ভোরে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ চ্যানেলে প্রকাশিত একটি ফুটেজ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। 

প্রকাশিত একটি ফুটেজে দেখা যায়, ওই হামলায় যানবাহন ও ভবনের ক্ষতির চিত্র। এ ছাড়া শিশুদের মরদেহ হাতে নিয়ে আর্তনাদ করছেন কেউ কেউ। অনেককে স্ট্রেচারে বহন করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার গভীর রাতে ইয়েমেনের আমরান, হোদেইদা, মারিব ও সাদা প্রদেশসহ কিছু অংশে হামলা চালানো হয়।

হুতিদের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযানে হতাহতের এখন পর্যন্ত সর্বশেষ ঘটনা এটি। 

হামলা বা বেসামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে এপির জিজ্ঞাসার জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

এর আগে গত সপ্তাহে দেশটির রাস ইসা জ্বালানি বন্দরে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই হামলায় অন্তত ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছিলেন।