গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় অন্তত আটজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, খান ইউনূসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের ফলে এক বেসামরিক ব্যক্তি ও তার স্ত্রী নিহত হন। একই দিনে শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও পাঁচজন প্রাণ হারান।
মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি সবজির দোকানে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত এক বেসামরিক মানুষ পরে মারা যান।
অন্যদিকে, ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের হামলা ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে, যা হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি মানবিক বিপর্যয় তৈরি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে তাদের লক্ষ্য ছিল হুথি বিদ্রোহীদের ঘাঁটি, যাদের বিরুদ্ধে তারা সামরিক অভিযান চালিয়ে আসছে।
আপনার মতামত লিখুন :