মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১০:৪২ এএম

রুদ্ধদ্বার বৈঠকে মোদি–মার্কিন ভাইস প্রেসিডেন্ট

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১০:৪২ এএম

রুদ্ধদ্বার বৈঠকে মোদি–মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( বামে) এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ছবি: এপি নিউজ

ভারত সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে কূটনৈতিক দলসহ ভারতে এসেছেন তিনি। সোমবার (২১ এপ্রিল) মোদির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র এবং ভারত একটি পারস্পরিক বাণিজ্যচুক্তির জন্য সংলাপের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এমন সময় এ বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ বলেই ধরে নেওয়া হচ্ছে।

দুই দেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নয়াদিল্লি এবং ওয়াশিংটন এমন একটি বাণিজ্যচুক্তি করতে চায়, যাতে ভারত ও যুক্তরাষ্ট্র উভয়েই লাভবান হবে।

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে জানিয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি। সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে অনেক কূটনীতি বিশেষজ্ঞ মনে করছেন, চীনের সাম্প্রতিক ‘বাণিজ্য যুদ্ধের’ ঘোষণার পর ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বিশেষ তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।

তবে নয়াদিল্লির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাণিজ্যচুক্তি ইস্যুতে ভারতের কোনো ‘তাড়া’ নেই।

নয়াদিল্লির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছেন, ভ্যান্সের এবারের সফরে ভারত ও যুক্তরাষ্ট্রের বহুমুখী বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন খাতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি বিশ্বের প্রায় সব দেশের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করে তা তিন মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে, ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন তিনি।

কূটনীতি বিশেষজ্ঞদের মতে, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে লাভজনক বাণিজ্য চুক্তি করার জন্যেই এই স্থগিতাদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র : এনডিটিভি অনলাইন

রূপালী বাংলাদেশ

Link copied!