মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১২:৩৯ পিএম

উড্ডয়নের মুহূর্তে উড়োজাহাজে আগুন, রক্ষা পেলেন ২৯৪ আরোহী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১২:৩৯ পিএম

উড্ডয়নের মুহূর্তে উড়োজাহাজে আগুন, রক্ষা পেলেন ২৯৪ আরোহী

ফ্লোরিডায় ডেল্টা এয়ারের একটি উড়োজাহাজে আগুন ধরে যায়। ছবি: স্কাই নিউজ

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি উড়োজাহাজে আগুন ধরার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরপর তাৎক্ষণিক বের হয়ে আসেন যাত্রীরা। 

এর ফলে শেষ মুহূর্তে সৌভাগ্যক্রমে বিপদ থেকে বেঁচে ফিরে আসেন তারা। 

সোমবার (২১ এপ্রিল) সকালে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে টারম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে হঠাৎ আগুন লাগার এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন লাগার সময়ে বিমানটিতেই অবস্থান করছিলেন আরোহীরা। তারা উড্ডয়নের জন্য অপেক্ষা করছিলেন। 

বিমানটিতে এ সময় ২৮২ যাত্রী, ১০ কেবিন ক্রু এবং ২ জন পাইলট ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন। রানওয়েতে থাকা কর্মীরা বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনতে সাহায্য করছেন।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘বিমানটির দুটি ইঞ্জিনের একটির টেলপাইপে আগুন দেখা গেলে ডেল্টা ফ্লাইট ক্রুরা যাত্রীদের কেবিনটি খালি করার পদ্ধতি অনুসরণ করে।’

ডেল্টা আরও যোগ করেছে, প্রাথমিকভাবে কী কারণে আগুন লেগেছে তা বোঝার জন্য বিমানটিতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে রক্ষণাবেক্ষণ কর্মীরা। এরপরে এর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিভিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল সে বিষয়েও বিস্তারিত জানাতে পারেনি কর্তৃপক্ষ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!