ইউক্রেনের সঙ্গে সরাসরি আলাপ করার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ইঙ্গিত দেন।
সোমবার (২১ এপ্রিল) ওই টেলিভিশনের সঙ্গে কথা বলেন তিনি। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
পুতিন বলেন, ‘শান্তির জন্য নেওয়া যেকোনো উদ্যোগকে রাশিয়া ইতিবাচকভাবে দেখে। আশা করি, কিয়েভের প্রতিনিধিরাও বিষয়টি সেভাবে দেখেন।’
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিনের মন্তব্য সরাসরি আলোচনাকে ইঙ্গিত করে। তার মানে এই নয় যে, হামলা চালানো বন্ধ করা হবে।
এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত আছে। মঙ্গলবার (২২ এপ্রিল) এক হামলায় একজন নারী নিহত হয়েছেন এবং দুই শিশুসহ ১৫ জন আহত হয়েছেন।
রুশ প্রেসিডেন্টের মন্তব্য নিয়ে এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। সোমবার নিয়মিত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেন যেকোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত। তবে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান তিনি।
২০২২ সাল থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর দুই দেশের সঙ্গে একাধিক আলোচনা হলেও তা পরে বন্ধ হয়ে যায়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত বন্ধের উদ্যোগ নেন। উভয় দেশের শীর্ষ নেতার সঙ্গেই তিনি কথা বলেন।