ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি পুতিন

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৯:২০ এএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধবন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শনিবার রাশিয়ার একতরফা ঘোষণায়, খ্রিষ্টান ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ছিল। তবে উল্লেখিত সময়ের পর আবার যুদ্ধ শুরু হয়েছে। এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য উভয় দেশই একে অপরকে দায়ী করেছে।  

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রাষ্ট্রীয় টিভির একজন প্রতিবেদককে বলেন, মস্কো যেকোনো শান্তি উদ্যোগের জন্য উন্মুক্ত এবং কিয়েভের কাছ থেকেও একই প্রত্যাশা করছে। আমাদের সর্বদা যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, তাই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।

এ ছাড়াও জেলেনস্কির প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি সম্পর্কে জানতে চাইলে পুতিন বলেন, আমরা প্রস্তাবটি উড়িয়ে দিচ্ছি না। প্রস্তাবটি দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করতে হবে।  

তবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরে নিশ্চিত করে বলেন, পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করছেন।