ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ছয় বা ততধিক সন্তানের মায়েদের জন্য জাতীয় পদকের ঘোষণা!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০১:১৮ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ছয় বা তার বেশিসংখ্যক সন্তানের মায়েদের জাতীয় পদক দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মহার ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছেন তিনি।

উদ্যোগের অংশ হিসেবে সন্তান জন্ম দিলে নগদ অর্থ ও বিয়ে বন্ধনে আবদ্ধ হলে আর্থিক সহায়তার পরিকল্পনা করছেন তিনি।

 

সোমবার (২১ এপ্রিল) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, মায়েদের আরও সন্তান নিতে উদ্বুদ্ধ করতে উপায় খুঁজছে হোয়াইট হাউস।

বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন, জন্মহার এমন কম থাকলে একটা সময় অর্থনৈতিকভাবে ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র। তাদের দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে।

মায়েরা যেন বেশি বেশি সন্তান দেন সেজন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো, যে মা ছয় বা তারও বেশি সন্তান জন্ম দেবেন তাকে জাতীয় মেডেল দেওয়া হবে। আরও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। 

প্রস্তাবনায় রয়েছে বেবি বোনাস, যেখানে প্রত্যেক নতুন মায়ের জন্য এককালীন ৫ হাজার ডলার অর্থ সহায়তা দেওয়া হবে।

এর পাশাপাশি ফুলব্রাইট স্কলারশিপের ৩০ শতাংশ বিবাহিত আবেদনকারী এবং নতুন বাবা-মায়ের জন্য বরাদ্দ থাকবে। ছয় বা তার বেশি সন্তানের মায়েদের প্রতীকী স্বীকৃতি প্রদান করার প্রস্তাবও রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।