ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সেনাবাহিনীর পোশাকে ছদ্মবেশ, একে-৪৭ হাতে হামলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৩:৪২ পিএম
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একে-৪৭ হাতে বন্দুকধারীর ছবি। ছবি: সংগৃহীত

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও-এ একে-৪৭ রাইফেল দিয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে একজন সন্দেহভাজন সন্ত্রাসীকে হাতে একে-৪৭ রাইফেল নিয়ে দৌঁড়াতে দেখা গেছে। তবে ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। 

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁও এলাকার বৈসারণ উপত্যকায় মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চালানো এই ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন পর্যটক। 

২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর কাশ্মীরে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে এটি।

সুন্দর পাহাড়ঘেরা পাহেলগাঁও অত্যন্ত জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। ঘটনার সময় পর্যটকরা সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সেনাবাহিনীর পোশাকে ছদ্মবেশী বন্দুকধারীরা তাদের ওপর গুলি বর্ষণ করে। 

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামলাকারীরা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পর্যটকদের লক্ষ্যবস্তু করেছিল। যদিও এ ধরণের বক্তব্যের সত্যতা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর এক বিবৃতিতে জানিয়েছে, “সন্ত্রাসীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ব্যাপক অভিযান চলছে।”

এদিকে, জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চল বারামুল্লার উরি নালা সীমান্ত এলাকায় অনুপ্রবেশের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাদের গুলিতে ২ জন বন্দুকধারী নিহত হয়েছেন।

চিনার কোর এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানায়, ‘২৩ এপ্রিল ২-৩ জন অজ্ঞাত সন্ত্রাসী বারামুল্লার সারজিভান সাধারণ এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে। সীমান্তে নিয়োজিত সতর্ক সেনারা তাদের চ্যালেঞ্জ করলে সংঘর্ষ শুরু হয়।’  

হামলায় মৃতদের পরিচয় সরকারিভাবে এখনও জানানো হয়নি, তবে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনার পর কাশ্মীর উপত্যকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া