বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৭:০৩ পিএম

কাশ্মীরে হামলা: ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৭:০৩ পিএম

কাশ্মীরে হামলা: ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের!

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসারনে হামলার স্থানে ভারতীয় নিরাপত্তাকর্মীরা পাহারা দিচ্ছেন। ছবি: রয়টার্স

জম্মু-কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলার ঘটনাস্থলে সাংবাদিকদের প্রবেশ বাধা দেওয়া হচ্ছে। এমনকি আহতদের সঙ্গে কথাও বলতে দেওয়া হচ্ছে না। যেতে দেওয়া হচ্ছে না হাসপাতালে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভারতের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায় গতকাল মঙ্গলবার। এতে অন্তত ২৬ জন নিহত হন। 

বুধবার (২৩ এপ্রিল) বিবিসির দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান প্রতিনিধি ইউগিতা লিমায়ে বলেন, ‘আমরা পেহেলগামে হামলার স্থান থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরে। সাংবাদিকদের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে দেওয়া হচ্ছে না।’

পুলিশের বরাত দিয়ে তিনি বলছেন, ‘এ স্থানের বাইরে মিডিয়াকে যেতে না দিতে তাদের ওপর নির্দেশ রয়েছে। যদিও এখানে বেসামরিক চলাচলের ওপর কোনো বিধিনিষেধ নেই। এর ফলে আমাদের পক্ষে আহত ও আক্রান্তদের চিকিৎসার জন্য রাখা হাসপাতালে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে।’

তবে নিষেধাজ্ঞা আরোপের আগে কিছু সাংবাদিক রাতারাতি সেখানে পৌঁছাতে সক্ষম হন বলেও জানান ইউগিতা লিমায়ে।

বিবিসি বলছে, কাশ্মীরের সংঘাতের কারণে সেখান থেকে রিপোর্ট করা সবসময়ই কঠিন ছিল। কিন্তু গত পাঁচ বছরে বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে স্থানীয় সাংবাদিকরা কঠোর বিধিনিষেধের মধ্যে কাজ করতে বাধ্য হয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই তারা এখান থেকে স্বাধীনভাবে রিপোর্ট করতে পারছেন না।

এদিকে, বুধবার দিল্লিতে অবস্থিত নেপালের দূতাবাস থেকে জানানো হয়, কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে তাদের এক নাগরিক রয়েছেন।

এ হামলায় পাকিস্তান জড়িত নয় বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। হামলা ভারত সরকারের বিরুদ্ধে ভারতেরই ভেতরকার কারো চক্রান্ত বলে উল্লেখ করেন তিনি।

Link copied!