ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অধীনে সম্পূর্ণ পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
বুধবার (২৩ এপ্রিল) চীন সফরে থাকা অবস্থায় এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এ তথ্য জানান তিনি।
আরাগচি লেখেন, ‘ইসরায়েলি সরকার ও কিছু বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী বিভিন্ন কৌশলে কূটনীতিকে বিপথগামী করার যে চেষ্টা চালাচ্ছে, তা সবার কাছেই স্পষ্ট। আমাদের নিরাপত্তা বাহিনী অতীতে নাশকতা ও হত্যাকাণ্ডের চেষ্টার ঘটনাগুলোর কারণে উচ্চ সতর্কতায় রয়েছে। এটি বৈধ প্রতিক্রিয়ার জন্য তৈরি করা।’
ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও বলেন, ‘জনমতকে নিয়ন্ত্রণ করতে চাওয়া ব্যক্তি বা গোষ্ঠীদের স্যাটেলাইট চিত্র প্রকাশের দাবি কাল্পনিক। বাস্তবতা হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রতি মিলিগ্রাম আইএইএর অধীনে পর্যবেক্ষণে রয়েছে।’
মানবাধিকার ও গণবিধ্বংসী অস্ত্রের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সর্বদা দ্বিচারিতার নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। যা কিনা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা কর্তৃক পরীক্ষিত ও প্রমাণিত।
গত শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দফা পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমটি ওমানে ও পরেরটি ইতালির রাজধানী রোমে।
আলোচনার পর উভয়পক্ষই আলোচনার অগ্রগতিকে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক বলে সন্তোষ প্রকাশ করেছে।
আপনার মতামত লিখুন :