ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র ‘বন্দুকযুদ্ধ’ চলছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বুধবার (২৩ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষ শুরু হয়েছে। কুলগামের তানিমার্গে সংঘর্ষ এখনো চলছে। গতকাল মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে ‘সন্ত্রাসীদের’ গুলিতে ২৬ জন নিহত হয়েছেন।
এর কয়েক ঘণ্টা পরে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী দুই ‘সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করে দেশটির নিরাপত্তা বাহিনী।
পেহেলগামের ওই হামলার ঘটনায় ‘জিজ্ঞাসাবাদের জন্য’ জম্মু ও কাশ্মীরজুড়ে প্রায় ১ হাজার ৫০০ জনকে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
এদিকে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) সঙ্গে জরুরি বৈঠক শেষে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে পেহেলগামের হত্যাকাণ্ডের খবর পেয়ে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফেরেন মোদী। নয়াদিল্লিতে পৌঁছেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি।