ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে স্বর্ণের দাম বেশি কেন?

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ১১:৪২ এএম
স্বর্ণের বার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আবারও স্বর্ণের দাম বেড়েছে। দাম এতটাই বেড়েছে যে, তা আন্তর্জাতিক বাজারের দামের চেয়েও অনেক বেশি। বিশেষ করে দুবাইয়ের তুলনায়। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে পড়েছে চিন্তার ছাপ। 

বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের দামের পার্থক্য নতুন কিছু নয়। এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে স্বর্ণের দাম একটানা বেড়েই চলেছে।

 

দাম বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে দেশের অভ্যন্তরীণ চাহিদা আর বৈধপথে স্বর্ণ সরবরাহের মধ্যের ফারাককে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 

তাদের মতে বিদেশ থেকে বৈধভাবে স্বর্ণ আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। তাই ব্যবসায়ীরা বাধ্য হয়ে স্থানীয় উৎসের ওপর নির্ভর করছেন।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ১ হাজার ৪১৪ মার্কিন ডলার। অপরদিকে ভারতে এই পরিমাণ স্বর্ণের দাম ১ হাজার ১৮৯ ডলার এবং দুবাইয়ে ১ হাজার ১৩৭ ডলার।

বাংলাদেশি টাকায় হিসাব করলে, এখন প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৭২ হাজার টাকা। অথচ ভারতে একই পরিমাণের দাম প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা। তবে দুবাইয়ে এই পরিমাণের দাম আরও কম এবং তা প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, বাজারে স্বর্ণের চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। তাই স্বর্ণের দাম হু হু করে বাড়ছে। আবার অনেকেই সোনা সংগ্রহ ও বিক্রির ক্ষেত্রে সঠিক নিয়ম না মেনে কাজ করছেন। ফলে সমস্যা আরও বাড়ছে।