ভারত-শাসিত কাশ্মীরের পাহেলগামে বন্দুক হামলা ও নিহতের ঘটনায় সমবেদনা জানাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগাম হামলার তীব্র নিন্দা করেছেন নেতানিয়াহু। এ সময় ফোনে মোদি এই বর্বর হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানিয়েছেন।
এ সময় মোদি বলেন, অপরাধীদের ও হামলায় সমর্থনকারীদের বিচারে ভারত কার্যকারী ভূমিকা রাখবে।
এদিকে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে এসব তথ্য শেয়ার করেছেন।
ওই পোস্টে বলা হয়েছে, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন এবং ভারতের মাটিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ভারতের জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্র পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। আর এই হামলার জন্য ভারত সরকার পাকিস্তানকে দায়ী করেছে।
যদিও ইসলামাবাদ এই দাবিকে অস্বীকার করেছে এবং ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবেও অভিহিত করেছে।
হামলার পরদিন বুধবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বুধবার বেশ কয়েকটি পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।
আপনার মতামত লিখুন :