শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০১:০৭ পিএম

পাকিস্তানে হামলা হলে ভারতের নিরাপত্তায় বড় আঘাতের হুঁশিয়ারি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০১:০৭ পিএম

পাকিস্তানে হামলা হলে ভারতের নিরাপত্তায় বড় আঘাতের হুঁশিয়ারি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ছবি: সংগৃহীত

পাকিস্তানে হামলা হলে ভারত-কে অনিরাপদ করে দেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিনি ভারত-কে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানিদের ওপর হামলা করা হলে ভারতীয়রাও নিরাপদ থাকবে না।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে খাজা আসিফ এসব কথা বলেন।  খবর জিও নিউজের। 

তিনি বলেন, যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে, এটা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয়। তাদেরকে (ভারত) এর পরিণাম ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, ‘যদি পাকিস্তানিদের ওপর হামলা হয়, তাহলে ভারতীয় নাগরিকেরাও নিরাপদ থাকবে না। ’

ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোনো ধরনের তৎপরতা চালায়, পাকিস্তানি কোনো নাগরিকের ক্ষতি করে, তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে বলেও ভারতকে সতর্কবার্তা দেন খাজা আসিফ।

পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারতসহ যে কোনো স্থানে সংঘটিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা। কিন্তু নিজেদের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে আমাদের।’

ভারতকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই তালিবান পাকিস্তান- এর নেতারা ভারতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়, আমরা সম্পূর্ণভাবে ভারতের যে কোনো অভিযানের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। 

পুলওয়ামায় অতীতে যেভাবে কঠোর জবাব দেওয়া হয়েছিল, এবারও একইরকম প্রতিক্রিয়া দেওয়া হবে। কোনো আন্তর্জাতিক চাপের কাছে আমরা নতি স্বীকার করব না।’

মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্রে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন।

এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত সরকার। ইসলামাবাদ এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং এ ঘটনাকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবেও অভিহিত করেছে।

বুধবার (২৩ এপ্রিল) কাশ্মীরের হামলার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।  

ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বুধবার বেশ কয়েকটি পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। 

পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ মহাসচিব আঞ্চলিক উত্তেজনা নিরসনে দুই পক্ষকেই ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!