টিকটকে ভিডিও শেয়ারের মাধ্যমে নতুন ভূমিকম্পের মিথ্যা পূর্বাভাস দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে মিয়ানমারে এক জ্যোতিষীকে গ্রেপ্তার করেছে। গত ৯ই এপ্রিল জন মো দ্য নামের ওই ব্যক্তি তার টিকটক অ্যাকাউন্টে ২১ এপ্রিল মিয়ানমারের প্রতিটি শহরে ভূমিকম্প আঘাত হানার একটি ভিত্তিহীন পূর্বাভাস দেন।
এর আগে গত মাসে দেশটিতে ৭.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে প্রায় ৩,৫০০ মানুষ নিহত হয় এবং বহু শতাব্দীর পুরনো মন্দির ধ্বংস হয়ে যায়।
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির এবং মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য মঙ্গলবার ওই জ্যোতিষীকে গ্রেপ্তার করা হয়েছে।
জন মো দ্য তার ভিডিওতে জনগণকে ‘গুরুত্বপূর্ণ জিনিসপত্র সঙ্গে এবং কম্পনের সময় ভবন থেকে পালিয়ে’ যেতে অনুরোধ করেছিলেন। আর ওই ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘দিনের বেলা উঁচু ভবনে থাকা উচিত নয়।’ ভিডিওটি ইতোমধ্যে ৩০ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে।
দেশটির ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে জড়িত কারণগুলো অত্যন্ত জটিল হওয়ায় ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া বর্তমানে বিজ্ঞানসম্মতভাবে অসম্ভব।
ওই জ্যোতিষীর এক বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, আমরা অনেকেই তার পূর্বাভাসে বিশ্বাস করেছিলাম। ২১ এপ্রিল ভূমিকম্পের আশঙ্কায় আমরা সারাদিন বাড়ির বাইরে অবস্থান করেছিলাম।
গ্রেপ্তারকৃত জন মো দ্য’র টিকটকের অ্যাকাউন্টটিতে তিন লক্ষেরও বেশি অনুসারী ছিল, যেখানে তিনি জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখাবিদ্যার ওপর ভিত্তি করে বিভিন্ন ভবিষ্যৎবাণী করতেন বলে দাবি করতেন।
মিয়ানমারের সাগাইং অঞ্চলের তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮শে মার্চের শক্তিশালী ভূমিকম্পে মান্দালয় ও সাগাইং অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ভূমিকম্পের পর মিয়ানমারের জান্তা সরকার বিদেশি সাহায্যের জন্য বিরল আবেদন জানিয়েছিল। এমনকি, সেই ভূমিকম্পের প্রভাব প্রায় ১,০০০ কিলোমিটার দূরের ব্যাংককেও অনুভূত হয়েছিল, যেখানে একটি নির্মাণাধীন ভবন ধসে কয়েক ডজন শ্রমিক নিহত হয়েছিলেন।
আপনার মতামত লিখুন :