ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৩:৫০ পিএম
রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মাঝেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু সতর্ক করে দিয়েছেন, যদি রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হয়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে।

রুশ সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে শোইগু এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইউরোপীয় জোট) ইউক্রেনে শান্তিরক্ষীর ছদ্মাবরণে সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করছে।

শোইগু দাবি করেন, ইউরোপের যুক্তিবাদী রাজনীতিবিদরা জানেন যে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ হতে পারে, যা পরে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে।

তার দাবি, ‘শান্তিরক্ষী’ শব্দটির আড়ালে ইউক্রেন এবং তার খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের উদ্দেশ্য রয়েছে পশ্চিমাদের।

এসব সৈন্যদের ‘শান্তিরক্ষী’ বলা হলেও বাস্তবে তাদেরকে ‘দখলদার’ বলা অধিক উপযুক্ত হবে।

শোইগু আরও বলেন, এসব সৈন্য ন্যাটোভুক্ত দেশের হতে পারে, ইউক্রেনে যাদের উপস্থিতির বিরুদ্ধে রাশিয়া আগে থেকেই প্রতিবাদ জানিয়ে এসেছে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই ‘শান্তিরক্ষীরা’ ইউক্রেনের ‘নাৎসি’ সরকারের সমর্থক হয়ে উঠতে পারে এবং রুশ অর্থডক্স খ্রিস্টানদের ওপর দমন-পীড়ন চালাতে পারে।

এছাড়া রুশ ভাষাভাষীদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার অধিকারও হয়তো চুরমার হয়ে যেতে পারে।

তিনি বলেন, ‘এটি কোনও শান্তিরক্ষা মিশন নয় এবং এ কারণেই প্রকৃত বৈশ্বিক শক্তিধর দেশগুলো এই ধরনের তথাকথিত শান্তিরক্ষা উদ্যোগে যোগ দিতে আগ্রহী নয়।’