শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৮:৫৭ পিএম

নিজ দেশেই গোলা ফেলল ভারতীয় বাহিনী!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৮:৫৭ পিএম

নিজ দেশেই গোলা ফেলল ভারতীয় বাহিনী!

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বিমান থেকে ফেলা ভারী গোলা সদৃশ বস্তুর আঘাতে একটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ পার্কিং করা গাড়ির ওপর গিয়ে পড়েছে। খবর পিটিআই, দ্য উইকের।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে মধ্যপ্রদেশের পিছোর শহরে শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে বস্তুটি পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১১টার দিকে শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে একটি ভারী গোলা সদৃশ বস্তু পড়ে। বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির সামনে পার্কিং করা গাড়িতে গিয়ে ধ্বংসাবশেষ পড়েছে।

জানা যায়, ঘটনার সময় সাগর তার সন্তানদের সঙ্গে ঘরের ভেতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে ছিলেন। ঠিক তখনই বিকট বিস্ফোরণে ছাদ ফেটে যায় এবং উঠান ৮ থেকে ১০ ফুট গভীর গর্ত তৈরি হয়।

বিস্ফোরণের ফলে পার্শ্ববর্তী বাড়িগুলোতেও কম্পন অনুভূত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। ধারণা করা হচ্ছে, এটি একটি গোলা।

শিবপুরী জেলা পুলিশ সুপার আমান সিং রাঠোর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘মনোজ সাগরের বাড়ির ওপর বিমান বাহিনীর বিমান থেকে একটি ভারী ধাতব বস্তু পড়ে... যার ফলে বাইরের দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িতে চার জন সদস্য ছিলেন, সবাই নিরাপদে আছেন। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে।’

বিমান বাহিনী ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

তবে উপ-বিভাগীয় পুলিশ কর্মকর্তা প্রশান্ত শর্মা বলেছেন, বস্তুটি কোথা থেকে এসেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এটি ‘অত্যন্ত শক্ত’ বলে মনে হচ্ছে এবং এতে পোড়া দাগ রয়েছে। গোয়ালিয়র বিমানঘাঁটির (আইএএফ) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে একটি বিশেষজ্ঞ দল আসার পরেই নিশ্চিত হওয়া যাবে যে, এটি কী বস্তু এবং এটি কোথা থেকে পড়েছে।’

Link copied!