দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে রাস্তার পাশে থাকা নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণে ৪ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কাশ্মীরের পেহেলগামে ‘সন্ত্রাসী’ হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এর মধ্যে শুক্রবার দক্ষিণ-পশ্চিমে নিরাপত্তাকর্মীদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত চার সেনা নিহত ও তিন জন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধান নাভিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এ হামলা হয়।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে, জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীরা এ হামলা চালিয়েছে। যারা প্রায়শই প্রদেশের পাশাপাশি দেশের অন্যান্য অংশে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এক বিবৃতিতে বোমা হামলার নিন্দা ও নিহত নিরাপত্তা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
গতকাল বেলুচিস্তানের কালাত জেলায় রাস্তার পাশে বোমা বিস্ফোরণে একটি গাড়িতে তিন জন নিহত হয়েছিলেন। রাতের ওই হামলার দায়ও কেউ স্বীকার করেনি।
দীর্ঘদিন ধরে চলমান বিদ্রোহের কেন্দ্রবিন্দু বেলুচিস্তান। সেখানে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মিসহ (বিএলএ) বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হামলা চালিয়ে আসছে। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিএলএ-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল।
আপনার মতামত লিখুন :