ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি ফার্নান্দো কলার ডি মেলোকে সুপ্রিম কোর্টের বিচারক তার পূর্ববর্তী দোষী সাব্যস্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ খারিজ করে কারাবন্দি করার নির্দেশ দিয়েছেন। এর পরপরই তাকে গ্রেপ্তার হয়।
কলরের আইনজীবী মার্সেলো বেসা বলেছেন, সাবেক নেতাকে শুক্রবার ভোর ৪টায় ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেসের গ্রেপ্তারের আদেশের পর আত্মসমর্পণের পরিকল্পনা করেছিলেন।
বেসা এক বিবৃতিতে বলেন, ৭৫ বছর বয়সী এ রাজনীতিবিদকে আলাগোয়াস রাজ্যের রাজধানী উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ম্যাসিওতে ফেডারেল পুলিশ আটক রেখেছে।
১৯৮৫ সালে ব্রাজিলের শেষ সামরিক একনায়কতন্ত্রের অবসানের পর ভোটে জয়ী প্রথম রাষ্ট্রপতি কলারকে ২০২৩ সালে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে আট বছর ১০ মাসের কারাদণ্ড দেওয়ার পর বৃহস্পতিবার মোরেসের এ আদেশ আসে।
বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত এক প্রাথমিক বিবৃতিতে কলরের আইনজীবী এর মধ্যেই মোরেসের সিদ্ধান্তে ‘বিস্ময় ও উদ্বেগ’ প্রকাশ করেছেন, তবে যোগ করেছেন যে, সাবেক রাষ্ট্রপতি আদেশ মেনে চলবেন।
২০২৩ সালে ব্রাজিলের প্রসিকিউটররা রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানি পেট্রোব্রাসের তৎকালীন একটি সহযোগী প্রতিষ্ঠান থেকে কলারকে প্রায় ৩০ মিলিয়ন রিয়েস (৫.২৮ মিলিয়ন ডলার) ঘুষ দেওয়ার অভিযোগ আনার পর এই দোষী সাব্যস্ত করা হয়।
১৯৯০ সালে কলার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু দুই বছর পর কংগ্রেস তাকে অভিশংসনের সিদ্ধান্ত নেওয়ার পর ১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট তাকে খালাস দেয়।
আপনার মতামত লিখুন :