ভারত সিন্ধু চুক্তি স্থগিত করায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে'।
কাশ্মীর হামলার জেরে সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। এ নিয়ে চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানকে সিন্ধু নদীর এক ফোঁটা পানিও না দেওয়ার কথা বলেছে ভারত সরকার। এ মন্তব্যের প্রতিবাদে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে।’
শুক্রবার (২৫ এপ্রিল) দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক সংবাদ প্রকাশ করে। যেখানে বলা হয়, পাকিস্তান পিপলস পার্টি সমাবেশের আয়োজন করে ভারতকে কঠোর বার্তা এবং দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশে বিলাওয়াল বলেন, ‘ভারত সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে। সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তানিরা কখনই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন। সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবির পাল্টা জবাবে বিলাওয়াল বলেন, ‘তিনি (মোদি) বলছেন যে- তারা হাজার হাজার বছরের পুরোনো সভ্যতার উত্তরাধিকারী। কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব। এ পরিস্থিতিতে সিন্ধুর পানি রক্ষা এবং সুরক্ষার জন্য চারটি প্রদেশের ঐক্য প্রয়োজন। আমরা বিশ্বকে একটি বার্তা পাঠাব। তা হলো, সিন্ধু নদী ডাকাতি মেনে নেওয়া হবে না।’