ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা এবং ২৬ পর্যটক খুনের ঘটনার জেরে গত কয়েকদিনে ভারত-পাকিস্তান সংঘাত চরমে পৌঁছেছে। চলমান অস্থিরতার মাঝেই পাকিস্তানের লাহোর বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এবিপি নিউজের এক প্রতিবেদনে এ খবর উঠে এসেছে।
শনিবার (২৬ এপ্রিল) লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের সূত্রপাত। এটি পাকিস্তানের লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত।
অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ আছে সব ধরনের বিমান ওঠানামা।
প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান সেনাবাহিনীর একটি বিমান লাহোর বিমানবন্দরে অবতারণ করছিল। সেই সময়ে বিমানের টায়ারে আগুন ধরে যায়।আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিমানবন্দরে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে দমকল বাহিনী। এরপর অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের রানওয়ে। সূত্র: এবিপি নিউজ
আপনার মতামত লিখুন :