ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পাকিস্তান সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাবে না : ভারত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৭:৫২ পিএম
ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাতিল। ছবি: সংগৃহীত

সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন পাকিস্তান না পায় তার জন্য যা যা করা দরকার, তার সবই করবে ভারত। এমনটাই জানিয়েছেন দেশটির জলশক্তি মন্ত্রী সি আর পাতিল।

তিনি বলেন, আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায়, সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। 

শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহর সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে ভারতের জলশক্তি মন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে একটি রোপম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়।

সরকার স্বল্পকালীন, মধ্যকালীন ও দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে, যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে। প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে।’ 

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৫ পর্যটকসহ এক স্থানীয় বাসিন্দা। এরপরই ২ দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। 

পাল্টাপাল্টি হুমকি ও নিষেধাজ্ঞার বেড়াজালে পরিস্থিতি আরও জটিল হতে থাকে। এরই মধ্যে পাকিস্তান নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান নিষিদ্ধ করেছে।

এদিকে, পানি বণ্টন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তার ফল ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান সরকারে থাকা বিলওয়াল ভুট্টো।

তিনি বলেন, ‘সিন্ধু আমাদের আছে, সিন্ধু আমাদের থাকবে। হয় এটি দিয়ে আমাদের পানির স্রোত বইবে, নয়তো তাদের (ভারতীয়) রক্ত বইবে।’