রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৮:১৬ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে যেসব তথ্য জানা গেল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৮:১৬ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে যেসব তথ্য জানা গেল

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি (বামে) ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ (বামে)। ছবি: সংগৃহীত

ওমানের মধ্যস্থতায় রাজধানী মাস্কাটে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা। যার মূল বিষয়- পারমাণবিক কার্যক্রমে সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার। 

চলুন, এক নজরে দেখে নেওয়া যাক আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো-

আলোচনার সূচনা

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ওমানের রাজধানী মাস্কাটে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়। এতে ইরানি ও মার্কিন প্রতিনিধি দল ছাড়াও নিষেধাজ্ঞা বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত।

কূটনৈতিক প্রস্তুতি

এ আলোচনার আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বুসাঈদির মধ্যে দুই দফা বৈঠক হয়। ওই বৈঠকে ইরান-মার্কিন আলোচনার সময়সূচি ও কাঠামো চূড়ান্ত করা হয়।

ইরান জানিয়েছে, তাদের প্রতিটি পদক্ষেপ অতীতের অভিজ্ঞতা ও যুক্তরাষ্ট্রের আচরণের ওপর নির্ভর করবে।

ক্ষেপণাস্ত্র ইস্যু

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাগাই স্পষ্ট করে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, ভবিষ্যতেও হবে না।

একটি ‘অবগত সূত্র’ মেহর নিউজকে জানিয়েছে, আলোচনা কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে।

ইরানের মনোভাব

তেহরান বারবার বলে আসছে, আলোচনায় অগ্রগতি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা, বাস্তববাদিতা ও আন্তরিকতার ওপর।

পটভূমি

ওমানের রাজধানী মাস্কাটে চলমান আলোচনাটি দুই দেশের মধ্যে তৃতীয় দফার আলোচনা। এর আগে প্রথম দফায় ওমান এবং দ্বিতীয় দফায় রোমে আলোচনা অনুষ্ঠিত হয়।

বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক উত্তেজনা নতুন উচ্চতায়। বিশেষ করে ইরান ওমানে এ আলোচনার মধ্যেই ইসরায়েল-ইয়েমেন সংঘাত ও ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণের মতো ঘটনার মুখোমুখি। 

সম্ভাব্য ফলাফল

আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্র হয়তো মানবিক ও আর্থিক খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। বিশেষ করে তেলের রপ্তানি ও ব্যাংকিং সেক্টরে।

২০১৫ সালের চুক্তির মতো বড় আকারের না হলেও দুই দেশের মধ্যে একটি সীমিত, ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য সমঝোতা হতে পারে।

এ ছাড়া যদি এই দফার আলোচনা আস্থাশীল হয়, তাহলে আরেকটি উচ্চ পর্যায়ের টেকনিক্যাল বৈঠকের পথ খুলে যেতে পারে।

তৃতীয় দফায় পরোক্ষ আলোচনা শেষ

ইরানের রাষ্ট্রীয় টিভি ও রেডিও আইআরআইবি জানিয়েছে, ইরানি ও আমেরিকান প্রতিনিধি দলের বিশেষজ্ঞদের মধ্যে কারিগরি আলোচনার প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়েছে। তারা আরও পরামর্শের জন্য তাদের নিজ নিজ রাজধানীতে ফিরবেন।

ইসমাইল বাঘাই বলেন, প্রতিনিধি দল ইরানের পারমাণবিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আস্থা তৈরির ব্যবস্থা নিয়ে মতবিনিময় করছে।

এ ছাড়া প্রেস টিভি জানিয়েছে, ইরান-মার্কিন আলোচনা আগের চেয়ে বেশি সময় নিয়েছে। ফলাফল ইতিবাচক না নেতিবাচক তা স্পষ্ট নয়।’


সূত্র: মেহর নিউজ

Link copied!