রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১১:১৬ পিএম

যুদ্ধের সূচনা করল ভারত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১১:১৬ পিএম

যুদ্ধের সূচনা করল ভারত

পাকিস্তানের কাশ্মীরের প্রধান নদী ঝিলামে পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামের ঘটনায় পাকিস্তানকে ঘায়েল করতে সিন্ধু পানিচুক্তি স্থগিত করে কৌশল নিয়েছে ভারত। এমনকি পাকিস্তানকে পানিতে চুবিয়ে মারার হুমকিও দিয়েছে। এবার তা বাস্তবে রূপ দিল।

ঝিলাম নদীতে পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে পাকিস্তানের কাশ্মীরের প্রধান এই নদীতে হঠাৎ করে বেড়েছে পানির প্রবাহ। সেখানে দেখা দিয়েছে মাঝারি বন্যা। তবে পানি ছাড়ার বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি বলে দাবি করেছে ইসলামাবাদ।

শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি টাইমস ও দুনিয়া নিউজ। এ নিয়ে সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরবাদের বিভাগীয় প্রশাসন।

এতে বলা হয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে। ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করছে।

বিবৃতিতে মুজাফ্ফরবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন, ‘ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে।’

Flood Alert In PoK‍‍`S Muzaffarabad After Alleged Jhelum Water Rise

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, হঠাৎ ভারতের পানি ছেড়ে দেওয়ায় মুজাফফরাবাদের কাছে পানির স্তর তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয় প্রশাসন হাতিয়ান বালায় জরুরি অবস্থা জারি করেছে। মসজিদে ঘোষণার মাধ্যমে বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। নদীর তীরবর্তী আতঙ্কগ্রস্ত বাসিন্দাদের অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানে কৃত্রিম বন্যা সৃষ্টির মাধ্যমে ভারত নতুন সংঘাতের সূচনা করেছে। এর ফল উভয়ের জন্যই শুভকর হবে না। বরং বিশ্বব্যাপী ভোগাবে। তাদের উচিত পেহেলগামের ইস্যুটি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে আসা।

ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্ত স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটি হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকান্ড হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী (সামরিক) ব্যবস্থা নেওয়া হবে।

এমন উত্তেজনার মধ্যে সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো। তিনি বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।

গতকাল শুক্রবার ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানান, পাকিস্তানে ভারত থেকে নদীর এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছেন তারা। তার এমন ঘোষণার পর শনিবার এক জনসভায় এমন হুমকি দিয়েছেন পাকিস্তান সরকারে থাকা বিলওয়াল ভুট্টো। তিনি বলেন, ‘সিন্ধু আমাদের আছে, সিন্ধু আমাদের থাকবে— হয় এটি দিয়ে আমাদের পানির স্রোত বইবে নয়তো তাদের (ভারতীয়) রক্ত বইবে।’

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই। তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জলশক্তিমন্ত্রী।

তিনি এক্সে লেখেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোপম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে।’

Link copied!