ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা, নিহত ৫৬ 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৮:৩৪ এএম
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন ৫৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ১০৮ জন। এর ফলে এই অবরুদ্ধ ভূখণ্ডে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ৪৯৫ জনে।

শনিবার (২৬ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।

গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ২ হাজার ১১১ জন, আহত হয়েছেন ৫ হাজার ৪৮৩ জন। চলতি বছরের শুরুতে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা এই আক্রমণের মধ্য দিয়ে ভেঙে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ জনগণ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ধ্বংসপ্রাপ্ত হয়েছে অন্তত ৬০ শতাংশ অবকাঠামো।

আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা আর্তনাদ যেন গোটা বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে।