ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

তুরস্কে ভয়াবহ হামলায় নিহত ৫, আহত ২২

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৭:২২ পিএম

তুরস্কে ভয়াবহ হামলায় নিহত ৫, আহত ২২

ছবি: সংগৃহীত

তুরস্কে মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক কোম্পানি তুর্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর। এবার সেখানে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা । বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নারীসহ কমপক্ষে দুজন বন্দুকধারী টার্কিশ এরোস্পেচ ইন্ডাস্ট্রিজের (টিএআই) প্রবেশদ্বারে লোকজনে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছে। আঙ্কারা থেকে টিএআইয়ের দপ্তরের দূরত্ব ২৫ মাইলের মতো। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন টিএআইয়ের কর্মী, অন্যজন ট্যাক্সিচালক। এ ঘটনায় রাশিয়ায় ব্রিকস সম্মেলনে থাকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিন্দা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘটনাকে একটি জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন।তুরস্কের একটি উড়োজাহাজ কোম্পানির দপ্তরে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫ ব্যক্তি নিহত ও ২২ জন আহত হয়েছেন। বুধবার রাজধানী আঙ্কারার কাছে এ ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।এ ঘটনার জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। তবে এখনো কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, হামলাকারী দুই নারী ও পুরুষকে নিরস্ত্র করা হয়েছে। বুধবার রাত থেকে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে উত্তর ইরাক ও উত্তর সিরিয়া অঞ্চলে বিমান হামলার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত বুধবার রাজধানী আঙ্কারায় অবস্থিত এই প্রতিষ্ঠানে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, সিরিয়া ও ইরাকের কুর্দি জঙ্গিদের দায়ী করে একই দিন পাল্টা হামলা চালিয়েছে তুরস্ক । তুর্কি সরকার দাবি করেছে, ‘সম্ভবত’ নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) এই হামলা চালিয়েছে। হামলায় ৫ জন নিহত এবং অপর ২২ জন আহত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। এরদোয়ান বর্তমানে রাশিয়ার কাজান শহরে ব্রিকস সম্মেলনে রয়েছেন। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটের পর হামলায় রাজধানী আঙ্কারার প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘তার্কিস অ্যারোস্পেস ইন্ডাস্টির’ সদর দপ্তরে ভয়াবহ বিস্ফোরণে পুরো এলাকাটি কেঁপে ওঠে।এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার কয়েক ঘন্টা পর পরই ‘উত্তর ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীদের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।’ মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘সন্ত্রাসীদের ৩২টি  স্থাপনা সফলভাবে ধ্বংস করা হয়েছে।’তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, বিমান হামলায় দুই হামলাকারী নিহত এবং আহতদের সংখ্যা না জানা গেলেও তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। সম্প্রচার মাধ্যমে ঘটনার আগে ‘টিইউএসএএস’ ভবনে সশস্ত্র হামলাকারীদের প্রবেশের ভিডিও প্রচার করেছে। হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই ঘটনায় প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন। কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, এটি একটি আত্মঘাতী হামলা হতে পারে। যদিও কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন নি। ‘টিইউএসএএস’ তুরস্কের সবচেয়ে বড় বিমান প্রযুক্তি প্রতিষ্ঠান। বর্তমানে প্রশিক্ষণ বিমান, সামরিক ও বেসামরিক হেলিকপ্টার তৈরি করছে। দেশটির প্রথম নিজস্ব যুদ্ধবিমানের উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। তুরস্কের সশস্ত্র বাহিনী ফাউন্ডেশন ও সরকারি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিতে ১০হাজারের বেশি কর্মী রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, ভবনের ভেতরে থাকা কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা তাদের ভবন থেকে বের হতে দেওয়া হয়নি।তারা আরও বলেন, বিস্ফোরণগুলো বিভিন্ন বের হওয়ার পথে ঘটেছিল। ওই সময় কর্মচারীরা দিনের কাজ শেষে বাড়ি ফিরছিলেন।টেলিভিশনগুলোতে একটি ক্ষতিগ্রস্ত গেট, পার্কিং লটে গুলি বিনিময়ের ফুটেজ এবং হামলাকারীদের হাতে অ্যাসল্ট রাইফেল ও ব্যাকপ্যাকসহ ভবনে প্রবেশের ছবি দেখিয়েছে। পরে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পৌঁছে যায়।টিএইচইএসএএস তুরস্কের সবচেয়ে বড় বিমান প্রযুক্তি প্রতিষ্ঠান। বর্তমানে প্রশিক্ষণ বিমান, সামরিক ও বেসামরিক হেলিকপ্টার তৈরি করছে। দেশটির প্রথম নিজস্ব যুদ্ধবিমানের উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। তুরস্কের সশস্ত্র বাহিনী ফাউন্ডেশন ও সরকারের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিতে ১০ হাজারের বেশি কর্মী রয়েছে।ন্যাটো মহাসচিব মার্ক রুট হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সামরিক জোটটি তুরস্কের পাশে থাকবে। তুরস্কে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলও এই হামলার নিন্দা জানিয়েছে।

আরবি/জেডআর

Link copied!