ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুক হামলায় ৫ জন নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৪:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুক হামলায় ৫ জন নিহত

ছবি, সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে পৃথক তিনটি বাড়িতে বন্দুক হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার দিকে প্রথম গুলির ঘটনার খবর পায় পুলিশ। এনবিসি’র সহযোগী বার্তা সংস্থা কেএসএন এ তথ্য জানিয়েছে।

উইচিটা পুলিশ জানিয়েছে, সান্তা ফে সাউথ এলাকার ১৭০০ ব্লকে একটি বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় পায়। এরপর আরও একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এলাকাজুড়ে চিরুনি অভিযান চালায় পুলিশ। এসময় আরেকটি বাড়ির জানালা দিয়ে তারা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। বাড়িটিতে প্রবেশ করে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত পাঁচজনের বয়স ছিল ৩৯, ৪২, ৫৫, ৬৭ এবং ৬৮ বছর।

উইচিটা পুলিশের মুখপাত্র অ্যান্ড্রু ফোর্ড এক বিবৃতিতে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একে অপরের পরিচিত এবং এ ঘটনায় কোনো সন্দেহভাজন পলাতক নেই। আমরা ধারণা করছি, নিহতদের মধ্যেই একজন এই হামলার জন্য দায়ী হতে পারে।

পুলিশ প্রধান জো সুলিভান বলেছেন, আমাদের বিশ্বাস, নিহতদের মধ্যে একজনই হয়তো গুলির ঘটনার মূল হোতা। তবে তিনি কোন জন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। সূত্র: এনবিসি

আরবি/এস

Link copied!