ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ইউক্রেনে সামরিক ভবনে রাশিয়ার হামলায় নিহত ৫০

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০১:৩৬ পিএম

ইউক্রেনে সামরিক ভবনে রাশিয়ার হামলায় নিহত ৫০

ছবি, সংগৃহীত

ঢাকা: রাশিয়া এ বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইউক্রেনের অভ্যন্তরে সামরিক ভবনে। বলা হচ্ছে বছরের সবচেয়ে বড় হামলা এটি। কেন্দ্রীয় শহর পোলতাভাতে একট সামরিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৫০ জন। আহত হয়েছেন ২৫০ জনের বেশি।

গণমাধ্যমের তথ্যমতে, স্থানীয় সময় ৩ সেপ্টেম্বর এই হামলা চালায় রাশিয়া। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।  

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা যায়, মাটিতে ধুলো ও ধ্বংসাবশেষে ঢাকা যুবকদের মৃতদেহ, তাদের পেছনে একটি বড় বিল্ডিং ধসে পড়েছে।

এদিকে টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই হামলার জন্য রাশিয়াকে অবশ্যই দায়ী হবে। ধ্বংসস্তূপের নিচে মানুষজন চাপা পড়েছে বলে জানা গেছে। জীবিত উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাও এক্স-এ লিখেছেন, ‘এটি সমগ্র ইউক্রেনের জন্য একটি অত্যাশ্চর্য ট্র্যাজেডি’।

 

আরবি/এস

Link copied!