ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের মণিপুরে সহিংসতায় নিহত ৬

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৮:০৮ পিএম

ভারতের মণিপুরে সহিংসতায় নিহত ৬

ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় ছয়জন নিহত হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে রাজ্যের জিরিবাম জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২২৯ কিলোমিটার দূরে জেলার নুংচাপ্পি গ্রামে হামলা চালায়। এতে ইউরেম্বাম কুলেন্দ্র সিং (৬৩) নামে এক ব্যক্তি নিহত হন। অন্য পাঁচজন মেইতেই সম্প্রদায়ের সশস্ত্র দল ও কুকি উপজাতিদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

ইম্ফলের পুলিশের মহাপরিদর্শক (গোয়েন্দা) কে কাবিব শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুর, চুরাচাঁদপুর সীমান্তসহ কয়েকটি প্রান্তিক এলাকায় আক্রমণ ও গুলি চালায়। প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুটি বাংকার ধ্বংস করেছে।’

মেইতেই ও হামার নেতারা নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা এক যৌথ বিবৃতিতে শান্তির জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে চুরাচাঁদপুরভিত্তিক কুকি গোষ্ঠীগুলো শান্তি আলোচনায় আপত্তি জানিয়েছিল। তাদের অভিযোগ ছিল, আলোচনায় অংশগ্রহণকারী পক্ষগুলো তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করে না।

আরবি/এফআই

Link copied!