ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদদলিত হয়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। বুধবার (৮ জানুয়ারি) বিকালে এই ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের তথ্য মতে, এক নারী অসুস্থ হয়ে পড়লে তার জন্য একটি টিকেট কাউন্টারের দরজা খুলে দেওয়া হয়। সেখানে থাকা বিপুল সংখ্যক মানুষ হঠাৎ হুড়োহুড়ি করে ঢোকার চেষ্টা করলে এই ঘটনা ঘটে।
বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে টোকেনের জন্য তিরুমালা পাহাড়ে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বাড়তে থাকে পূণ্যার্থীদের ভিড়। তাদের মাঝে হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে ৬ জন মারা যান।
এই ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোস্ট। রাজ্যের সরকার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :