ঢাকা: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানিয়ে তার নামে ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে ৬টি বহুতল ভবন। এই ভবনগুলোর নাম দেওয়া হয়েছে ট্রাম্প টাওয়ার। এর আগে ট্রাম্প টাওয়ার নামে ৪টি ভবন বানানো হয়েছিল দেশটিতে।
রাজনীতিকের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ আবাসন ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প টাওয়ার যুক্তরাষ্ট্রের একটি সুপরিচিত বহুতল ভবন। নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বহুতল ভবনটি। এই টাওয়ারকে আমেরিকার অন্যতম বিখ্যাত ভবন বললেও ভুল হবে না। যুক্তরাষ্ট্রের পরে ভারতই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দেশ, যেখানে ট্রাম্পের নামে ভবন নির্মাণ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের নিজস্ব সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন এবং এই সংস্থার ভারতীয় মিত্র ও অংশীদার ত্রিবেকা ডেভেলপার্সের উদ্যোগে মুম্বাই, পুনে, গুরুগাঁও, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও নয়ডায় নির্মাণ করা হবে টাওয়ারগুলো। ২০২৫ সালের মধ্যেই শেষ হবে এসব ভবনের নির্মাণকাজ।
২০১৭ থেকে ২০২১ পর্যন্ত প্রথম মেয়াদে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন ভারতের মুম্বাই, পুনে, গুরুগাঁও ও কলকাতায় ৪টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছিল। সবগুলো টাওয়ারই আবাসন সংক্রান্ত ও বহুতল। নতুন টাওয়ারগুলোও আবাসিক ভবন হিসেবে নির্মাণ করা হবে বলে জানিয়েছে ত্রিবেকা ডেভেলপার্স।
ভারতে ট্রাম্পের নামে প্রথম বহুতল ভবনটি নির্মিত হয়েছিল ২০১৪ সালে।
আপনার মতামত লিখুন :