উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
রোববার (১০ নভেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয় বলে দাবি করেছে আইএসপিআর। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় নিরাপত্তা কর্মীরা সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে এবং এর ফলে ছয়জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ছয়জন সন্ত্রাসী আহত হয়েছে।
এ ছাড়া অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা হচ্ছে।
সর্বশেষ গতকাল পাকিস্তানের কোয়েটায় এক রেল স্টেশনে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জনের বেশি।
আপনার মতামত লিখুন :