আফগানিস্তানের কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ের বিস্ফোরণে তালেবান সরকারের শরণার্থীবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিসহ সাতজন নিহত হয়েছেন। খলিল হাক্কানির ভাগ্নে আনাস হাক্কানি বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করার পর থেকে তালেবানের অন্তর্বর্তী সরকারে একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন খলিল হাক্কানি।
আনাস হাক্কানি রয়টার্সকে বলেছেন, ‘আমরা একজন খুব সাহসী মুজাহিদকে হারালাম, আমরা তাকে এবং তার আত্মত্যাগকে কখনই ভুলব না।’
এদিকে এই বিস্ফোরণের পেছনে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
নিহত খলিল উর-রহমান হাক্কানি দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা। ২০২২ সালে সিরাজুদ্দিন হাক্কানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও একটি বিস্ফোরণ ঘটে, এতে চারজন নিহত হয়। সেই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট— আইএস।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, আফগানিস্তানে তালেবানের দুই দশকের বিদ্রোহের সময় সবচেয়ে সহিংস হামলা জন্য ব্যাপক পরিচিত সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্কের একজন সিনিয়র নেতা ছিলেন খলিল। তার ভাই জালালউদ্দিন হাক্কানি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।
২০১১ সালে মার্কিন অর্থ বিভাগ খলিল হাক্কানিকে ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে শ্রেণীবদ্ধ করে এবং তাকে গ্রেপ্তারে তথ্যের জন্য ৫ মিলিয়ন পুরস্কার ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :