ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

বিদায়ী বছরে ৭ কোটি ১০ লাখ শিশুর জন্ম

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১০:৪৭ এএম

বিদায়ী বছরে ৭ কোটি ১০ লাখ শিশুর জন্ম

ছবি: সংগৃহীত

২০২৪ সাল শেষে পৃথিবীর জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছেছে। ঘটনাবহুল বিদায়ী এই বছরে বিশ্বব্যাপী শিশু জন্মগ্রহণ করেছে ৭ কোটি ১০ লাখ।

মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো সম্প্রতি এমনটি জানিয়েছে। এপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারত ছিল বিশ্বের সবচেয়ে বনবহুল দেশ। দেশটিতে জনসংখ্যা বর্তমানে জনসংখ্যা ১৪১ কোটি। এরপরই রয়েছে চীন।

এছাড়াও, বিশ্বজুড়ে ২০২৫ সালের জানুয়ারিতে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে বলে জানানো হয়েছে আদমশুমারি ব্যুরো থেকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন বছরের জানুয়ারি মাসে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। এছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী নাগরিক হবেন যুক্তরাষ্ট্রের।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে গত বছরের তুলনায় বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ছিল। ওই বছর বিশ্বে সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছে।

আরবি/এফআই

Link copied!