ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে নিরস্ত্র বেসামরিক লোকদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৩৪ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ৭১ ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন অনেকে। এ নিয়ে নিহতের সংখ্যা ছাড়াল ৪৫ হাজার ৬০০। বৃহস্পতিবার (২ জানুয়ারি) গাজা মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।
বিবৃতিতে মিডিয়া অফিস বলেছে, ইসরায়েলি বিমান হামলা বেসামরিক নাগরিকদের এবং অবকাঠামোকে লক্ষ্য করে হয়েছে। এ কাজ ভয়ংকর অপরাধ। দখলদারদের অন্ধকার রেকর্ডে নতুন ঘৃণা যোগ হলো।
এতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিচ্ছে। মৃতদেহ সরিয়ে নিতেও দিচ্ছে না। ফলে ছিন্নভিন্ন লাশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশেষ করে গাজা এবং উত্তর গাজার পরিস্থিতি ভয়াবহ।
এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গণহত্যা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ছাড়াল ৪৫ হাজার ৬০০। যাদের বেশিরভাগ নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী বেসামরিক লোকদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালায় এমনসব প্রমাণ উপস্থাপন করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।
আপনার মতামত লিখুন :