পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে ৭৭ জন নিহত হয়েছেন। এছাড়া, এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার, উত্তর-মধ্য নাইজেরিয়ার সুলেজা এলাকায়। যেখানে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে যায়। ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের জন্য অনেকে ছুটে যান। এই সময়ই বিস্ফোরণ ঘটে এবং এর ফলে নিহত হন ৭৭ জন।
কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে আরও ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে উদ্ধারকারী কর্মীরাও রয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা এবং জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের মতো ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাস্তার খারাপ অবস্থা এবং রক্ষণাবেক্ষণহীন যানবাহনের কারণে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে।
এর আগে, দুই সপ্তাহ আগে নাইজেরিয়ার তেলসমৃদ্ধ ডেল্টা প্রদেশে একই ধরনের একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে পাঁচজন নিহত হন।
গত বছরের অক্টোবরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে উল্টে যাওয়া একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণ ঘটে, যার ফলে ১৫৩ জন নিহত হন।
বিবিসি আরও জানায়, প্রেসিডেন্ট বোলা টিনুবুর নেতৃত্বে নাইজেরিয়ায় সম্প্রতি অর্থনৈতিক নীতির কারণে জ্বালানির দাম ৪০০ শতাংশেরও বেশি বেড়েছে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে।
আপনার মতামত লিখুন :