ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

গোপালগঞ্জ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৬:৩৫ পিএম

গোপালগঞ্জ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আট বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার খড়দহ ও টিটাগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আট বাংলাদেশিকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। এ সময় তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে ব্যারাকপুর আদালতে আবেদন করে খড়দহ থানার পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবলু শেখ, ফারুক শেখ ও আলি শেখ বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করছিলেন। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি।

দেশটির পুলিশ জানায়, প্রত্যেকেই দালালের মাধ্যমে নদীয়া ও উত্তর ২৪ পরগনার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা সবাই আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী হিসাবে পরিচিত। রাজনৈতিক পালা বদলের পর গোপনে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন তারা। গ্রেপ্তারকৃতদের দেয়া রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

আরবি/ এইচএম

Link copied!