ঢাকা: পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক। সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে। সূত্র, জিও নিউজের।
পাকিস্তানি সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুমের স্থলাভিষিক্ত হবেন আসিম মালিক। আগামী ৩০ সেপ্টেম্বর আইএসআইয়ের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
বর্তমানে আসিম মালিক জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ) অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন নিয়োগপ্রাপ্ত আইএসআই-এর মহাপরিচালক (ডিজি) বেলুচিস্তানে ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার এবং ওয়াজিরিস্তানে ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আসিম মালিক তার কোর্সে সোর্ড অব অনার পেয়েছেন এবং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির (এনডিইউ) প্রধান প্রশিক্ষক এবং কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। এ ছাড়াও লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক যুক্তরাষ্ট্রের ফোর্ট লিভেনওয়ার্থ এবং লন্ডনের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
আপনার মতামত লিখুন :