ফিলিস্তিনের গাজা অঞ্চলে গত ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে হামাস এবং ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র ও কাতার থেকে। তবে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, এমন তথ্য বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের পর হামাস এবং ইসরায়েল এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর গাজার ফিলিস্তিনিরা আনন্দে উদযাপন করছেন। ১৯ জানুয়ারি থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
তবে, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের হামলা চালিয়ে যাচ্ছে এবং চুক্তির ঘোষণার পর থেকে অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
হামাসের কর্মকর্তা ইজ্জাত আল-রিশেক জানিয়েছেন, কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার, বাস্তুচ্যুতদের তাদের নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “জিম্মি ও তাদের পরিবারের দুঃখকষ্টের” অবসানে চুক্তি এগিয়ে নিতে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েল গাজা উপত্যকায় অবিরত বিমান ও স্থল হামলা চালাচ্ছে। এর ফলে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত গাজায় ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
আপনার মতামত লিখুন :