ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ: ভারতীয় সেনাপ্রধান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৫:২৪ পিএম

বাংলাদেশ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ: ভারতীয় সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। দেশের বেশিরভাগ সীমান্ত ভারতের সাথে মিলিত, শুধুমাত্র একটি ছোট অংশ ছাড়া। আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। এমন কিছু করা উচিত নয়, যা আমাদের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। গত বছর ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের সময় বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল। সর্বশেষ, গত বছর ২৪ নভেম্বর বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি।

দু’দেশের সম্পর্কের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘এ ধরনের প্রশ্ন শুধুমাত্র নির্বাচিত সরকারের সময়েই উঠতে পারে। বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে, তাদের সময়ে এ ধরনের আলোচনা সম্ভব নয়।’ তবে, দু’দেশের সেনাবাহিনীর সম্পর্ক তিনি ‘ভাল এবং পরিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।

আরবি/এফআই

Link copied!