ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশি পর্যটকশূন্য, কলকাতার বাণিজ্যে ধস

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০১:৩০ পিএম

বাংলাদেশি পর্যটকশূন্য, কলকাতার বাণিজ্যে ধস

ছবি, সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের জেরে ভিসা সীমিত করেছে ভারতীয় হাই কমিশন। যারফলে পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এমন পরিস্থিতিতে ধস নেমেছে সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট বা গড়িয়াহাটসহ বিভিন্ন এলাকার ব্যবসা-বাণিজ্যে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

কলকাতার সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট বা গড়িয়াহাট এসব এলাকা বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত। চিকিৎসা, কেনাকাটা বা পর্যটন সংক্রান্ত কারণে বহু মানুষ এসব এলাকায় যান। স্থানীয়দের কাছে এসব এলাকা মিনি বাংলাদেশ নামেও পরিচিত।

বাংলাদেশে কোটা আন্দোলন, ব্যাপক সহিংসতা, কারফিউ, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে।

কলকাতার এক রেস্তোরাঁ ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, ভারতীয় হাই কমিশন বাংলাদেশের মানুষকে ভিসা দিচ্ছে না। ফলে আমাদের ব্যবসায় ধস নেমেছে। এই রেস্তোরাঁয় ১২ থেকে ১৫ জন কর্মী কাজ করত। এখন তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে গেছে।

পরিবর্তিত পরিস্থিতিতে ভ্রমণ ভিসা বন্ধ রাখে ভারত। সরকার পরিবর্তনের আগে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসায় ভারতে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে। তবে কমেছে বাংলাদেশি রোগীর সংখ্যাও।

গ্রাহক না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বন্ধ হয়ে গেছে এসব এলাকার হোটেল, পরিবহন, মানি এক্সচেঞ্জসহ ছোটবড় নানা ব্যবসা প্রতিষ্ঠান। গত এক মাসে কলকাতা নিউমার্কেটে ব্যবসা কমেছে প্রায় ৬০ ভাগ। দুই মাস আগেও মার্কুইস স্ট্রিটের বিভিন্ন হোটেলে পর্যটকদের উপস্থিতি ৬০ থেকে ৮০ শতাংশ হলেও এখন নেমে এসেছে ৩০ শতাংশে। এমন পরিস্থিতিতে দ্রুত ভিসা কার্যক্রম চালু ব্যবস্থা চান এলাকার ব্যবসায়ীরা।

একটাসময়, কলকাতার নিউমার্কেট, মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশী পর্যটকরা অবস্থান করতেন, কেনাকাটা করতেন। ওইসব এলাকায় বাংলাদেশী পর্যটকদের ভিড় লেগে থাকত বছরজুড়ে।

 

আরবি/এস

Link copied!