ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

উপদেষ্টাদের ‘নাবালক’ বলে অ্যাখ্যায়িত করল বিজেপি নেতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৪১ এএম

উপদেষ্টাদের ‘নাবালক’ বলে অ্যাখ্যায়িত করল বিজেপি নেতা

ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এরপর থেকেই যেন একের পর এক বিতর্কের লড়াই চলছে ভারতের সাথে বাংলাদেশের। যার মধ্যে সবচেয়ে বেশি যে নামগুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির এই নেতা মিডিয়ার সামনে বরাবরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আসছেন। দিচ্ছেন নানা হুমকিও।

শুভেন্দু সেই ধারাবাহিকতা বজায় রাখলেন আবারও। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের চিঠি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ নাগরিক ও প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. ইউনূসকে উদ্দেশ্য করে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। বাংলাদেশের ওই নাবালক উপদেষ্টারা ভারতের ইতিহাস জানে না। এই ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর পুরো পরিবারকে আশ্রয় দিয়েছে। দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল। চীনের মত শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি। সেখানে এরা (বাংলাদেশ) তো পাতি দেশ! রাফায়েল তো দূরের কথা, তার শব্দেই ওরা পালাবে।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে গণমাধ্যমকর্মীদের সেই চিঠি নিয়ে প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পড়িয়েছে তাদেরকে গোলাম নিজামীর মতো গলায় দড়ি পড়তে হবে। এই রাজাকারের নাতিদের কী অবস্থা হয় সেটা দেখতে থাকুন! এরা অতীত থেকে এখনও শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে গোলাম নিজামীর মত দড়ি অপেক্ষা করছে।

আরবি/এফআই

Link copied!