ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি ব্লিঙ্কেনের

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০১:২৭ পিএম

ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি ব্লিঙ্কেনের

ছবি, সংগৃহীত

ঢাকা: ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। একইসাথে ন্যাটো জোটকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদরদপ্তরে মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ব্লিঙ্কেন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খবর রয়টার্সের।

ব্লিঙ্কেন জানান, বাইডেন প্রশাসন ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তা আরও জোরাল করবে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত এ সমর্থন জারি থাকবে।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দাবি করে এবং সেই প্রতিক্রিয়া দেওয়া হবে। ইউক্রেনকে সমর্থন দিতে ন্যাটোকে কৌশলগত দিক থেকে আরও জোরদার করা প্রয়োজন, বিশেষ করে ন্যাটোর প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে। বাইডেন প্রশাসন ইউক্রেনকে দীর্ঘমেয়াদি লড়াই বা রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান থেকে শান্তি আলোচনার প্রস্তুতির জন্য সর্বাত্মক সহায়তা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে প্রশ্ন তুলেছেন। 

আরবি/এস

Link copied!